শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের মৌলিক চাহিদার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন; সেজন্য আমাদের স্মার্ট শিক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের নতুন শিক্ষাক্রম সে লক্ষ্যে কাজ করবে; শিক্ষার্থীরা এর মাধ্যমে নতুন করে শিখবে, নিজের মতো করে শিখবে। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) গ্লিনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের দক্ষ করে গড়তে তাদের স্বপ্ন দেখাতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বাংলাদেশ সম্পর্কে জানতে হবে। তার ইতিহাস-ঐতিহ্য-কৃষ্টি-সংস্কৃতি সম্পর্কে জানতে হবে। শিক্ষার্থীদের তার শিকড় সম্পর্কে জানতে হবে; আমাদের সমৃদ্ধ ইতিহাস আছে—তা জানতে হবে।
দীপু মনি বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে কাজ করবে।
শিক্ষার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা দরকার জানিয়ে তিনি বলেন, আমরা আরও অনেক দূর যেতে চাই; আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখার ব্যবস্থা করে দিয়েছি। তারা প্রযুক্তি নিয়ে জানতে পারছে, শিখতে পারছে।
শিক্ষার্থীদের দেশের জন্য কাজ করতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষার মান বাড়াতে কাজ করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, বৃটিশ হাইকমিশনার ম্যাট ক্যানাল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, গ্লিনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. রমেশ মুদগাল প্রমুখ।
From- News
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh