স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সংযোগ ব্যবহার করে জরুরি বিপদবার্তা পাঠানোর সুযোগ চালুর জন্য নিজেদের মেসেজেস অ্যাপে নতুন ইউজার ইন্টারফেস যুক্ত করছে গুগল। এই ইন্টারফেস ব্যবহার করে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও অ্যান্ড্রয়েড ফোন থেকে স্যাটেলাইটের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় বার্তা পাঠানো সম্ভব। ফলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন থেকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উদ্ধারকারী সংস্থার কাছে সহজেই বিপদবার্তা পাঠিয়ে সাহায্য চাওয়া যাবে।
নতুন এ সুবিধা চালুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি গুগল। তবে গত শনিবার উন্মুক্ত হওয়া অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের প্রিভিউ সংস্করণে মেসেজেস অ্যাপের জন্য তৈরি নতুন ইউজার ইন্টারফেসের সন্ধান পেয়েছেন নেইল রাহমৌনি নামের এক ব্যক্তি। বিষয়টি পর্যালোচনা করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমবিশেষজ্ঞ মিশাল রহমান জানিয়েছেন, গুগল মেসেজেসে নতুন ইউজার ইন্টারফেস যুক্ত করার কার্যক্রম শুরু করেছে গুগল। ফলে নতুন অ্যাপ আনার পরিবর্তে মেসেজেসের মাধ্যমেই স্যাটেলাইটে বার্তা পাঠানোর সুযোগ চালু করতে পারে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন থেকে স্যাটেলাইটের মাধ্যমে বার্তা পাঠানোর সুযোগ চালুর জন্য দীর্ঘদিন ধরেই কাজ করছে গুগল। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম উন্মুক্ত হলে এ সুবিধা চালু করা হবে বলেও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা চালু হলে আইফোনের ইমার্জেন্সি এসওএস সুবিধার আদলে অ্যান্ড্রয়েড ফোন থেকে স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বিপদ বার্তা পাঠানো যাবে।
গত জানুয়ারি মাসে অ্যান্ড্রয়েড ফোন থেকে স্যাটেলাইটের মাধ্যমে বিপদবার্তা পাঠানোর সুযোগ চালুর পরিকল্পনার কথা জানিয়েছিল কোয়ালকম টেকনোলজিস। এ জন্য স্যাটেলাইট ফোন পরিচালনাকারী প্রতিষ্ঠান ইরিডিয়ামের সঙ্গে চুক্তিও করে ফোনের প্রসেসর নির্মাতা ও ওয়্যারলেস প্রযুক্তি নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। তবে সেসময়ও কোনো মন্তব্য করেনি গুগল।
সূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh