April 21, 2025
Chicago 12, Melborne City, USA
Meta Facebook

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ২ সুবিধা

Whats App

উইন্ডোজ অপারেটিং সিস্টেম-চালিত যন্ত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা খুব শিগগির ক্রপ টুল সুবিধা ব্যবহার করতে পারবেন। এ ছাড়া আইওএস সংস্করণে নতুন কল বাটন যুক্ত হতে যাচ্ছে।

হোয়াটসঅ্যাপের সেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফো বলছে, ক্রপ টুল চালু হলে অ্যাপের মধ্যেই ছবির আকার সমভাবে ছোট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। সাধারণত হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি ক্রপ করতে চাইলে অন্য অ্যাপের সাহায্য নিতে হয়। এ সমস্যা সমাধানে নতুন এ টুল চালু হতে যাচ্ছে। ক্রপ টুলটি হোয়াটসঅ্যাপের মধ্যেই থাকবে। এমনকি সুবিধাটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের ইন্টারফেসেই ড্রয়িং এডিটরের জন্য ছবি ক্রপ করা যাবে। এখন নির্দিষ্ট কিছু বেটা সংস্করণের ব্যবহারকারী নতুন এ সুবিধা পরখ করার সুযোগ পাচ্ছেন। পরে সুবিধাটি সবার জন্যই চালু করা হবে।

এ ছাড়া আইওএস বেটা অ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন কল বাটন যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। ডব্লিউ এ বেটা ইনফো বলছে, হোয়াটসঅ্যাপে নতুন এ সুবিধা সক্রিয় হলে ব্যবহারকারীরা একটি কল বাটনের নতুন আইকন দেখতে পারবেন। নতুন এ আইকনে একটি ‘কনটেক্সট মেনু’ যোগ হবে। ফলে ভিডিও না অডিও কল করা হবে, তা এই বাটন থেকে নির্বাচন করা যাবে। গ্রুপের ক্ষেত্রে সদস্যরা আগের মতোই এ আইকন দিয়ে গ্রুপ কল করার সুযোগ পাবেন। এখন বেটা সংস্করণে এ সুবিধা চালু থাকলেও পরবর্তীকালে সব আইফোন ব্যবহারকারীরা সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

Let everyone know by sharing.
Page Link – bdengineer.com
Page Link- Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *