December 23, 2024
Chicago 12, Melborne City, USA
BCS PSC Public Exam

৪৫তম বিসিএসের প্রিলি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

সরকারি কর্ম কমিশন

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কোন মাসে আয়োজন করা হবে সে সিদ্ধান্ত আগামী সপ্তাহে হতে পারে। আগামী সপ্তাহের শুরুতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারির) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বেশ কয়েকজন কর্মকর্তার কাছ থেকে এমন তথ্য জানা গেছে,

৪৫তম বিসিএসের মাধ্যমে প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। এই বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডার নিয়োগ দেওয়া হবে। আর নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

৪৫তম বিসিএসে ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে, নিয়োগ পাবেন ৪৩৭ জন। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪৫তম বিসিএসে মোট আবেদন করেছেন ৩ লাখ ১৮ হাজার প্রার্থী। আবেদনের সময় ক্যাডার পদে যেমন পছন্দ নির্দিষ্ট করে দেওয়া যায়, তেমনি নন-ক্যাডার পদেও পছন্দের তালিকা নির্দিষ্ট করে দিতে পেরেছেন প্রার্থীরা।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Page Link – bdengineer.com

PageLink- Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *