৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা পলিটেকনিক শিক্ষার্থীরা।
রোববার (২০ এপ্রিল) দুপুরে আগারগাঁয়ের সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এ ঘোষণা দেন তারা। এর আগে সেখানে সব শিক্ষার্থীরা জড়ো হয়ে মহাসমাবেশ শুরু করেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা আর কিছু চাই না। ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে। অন্যথায় আমরা লং মার্চ টু ঢাকা পালন করবো।
এর আগে ছয় দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পলিটেকনিক শিক্ষার্থীদের পূর্বঘোষিত মহাসমাবেশ শুরু হয়।
দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে এ মহাসমাবেশ শুরু হয়।
এ সময় তারা শ্লোগান দেন- ‘১৩ এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,’ ‘এক হও এক হও পলিটেকনিক এক হও’।