bdengineer.com Blog Featured 𝗘𝗿𝗮𝘀𝗺𝘂𝘀 𝗠𝘂𝗻𝗱𝘂𝘀 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽 এবং আমার অভিজ্ঞতা
Featured Scholarship Study Abroad

𝗘𝗿𝗮𝘀𝗺𝘂𝘀 𝗠𝘂𝗻𝗱𝘂𝘀 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽 এবং আমার অভিজ্ঞতা

𝗘𝗿𝗮𝘀𝗺𝘂𝘀 𝗠𝘂𝗻𝗱𝘂𝘀 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽

𝗘𝗿𝗮𝘀𝗺𝘂𝘀 𝗠𝘂𝗻𝗱𝘂𝘀 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽

𝗘𝗿𝗮𝘀𝗺𝘂𝘀 𝗠𝘂𝗻𝗱𝘂𝘀 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽 এবং আমার অভিজ্ঞতাঃ
ইরাস্মাস মুন্ডাস স্কলারশিপ ইউরোপের বিখ্যাত একটি স্কলারশিপ। মূলত মাস্টার্সে অধ্যয়নের জন্য এই স্কলারশিপটি প্রদান করা হয়। এটি ফুল ফান্ডেড স্কলারশিপ অর্থাৎ এটি আপনার টিউশন ফি থেকে শুরু করে বিমান ভাড়া, বাসা ভাড়া, ফুড এক্সপেন্সও কাভার করবে। একজন এপ্লিক্যান্ট সর্বোচ্চ ৩ টি প্রোগ্রামে এপ্লাই করতে পারে। এই স্কলারশিপের বেশ কিছু আকর্ষনীয় দিক আছে—


প্রথমত, এটি একটি open circular স্কলারশিপ অর্থাৎ আপনাকে কোন প্রফেসরকে মেইল করা লাগবে না, স্কলারশিপের ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দের প্রোগ্রাম সিলেক্ট করে শুধুমাত্র প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড দিতে হবে। ব্যাস ঝামেলা শেষ, এবার রেজাল্টের জন্য অপেক্ষার পালা!
দ্বিতীয়ত, এই স্কলারশিপের অধীনস্থ কোর্স/প্রোগ্রাম গুলোকে জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম বলা হয়। অর্থাৎ আপনি ২ টি দেশ থেকে শুরু করে সর্বোচ্চ ৪/৫ টি দেশে এই প্রোগ্রাম সম্পন্ন করতে পারবেন। যেমন আমি IMETE প্রোগ্রামে পড়ছি যেটির ১ম সেমিস্টার চেক রিপাবলিকে, ২য় সেমিস্টার নেদারল্যান্ডস, ও ৩য় সেমিস্টার বেলজিয়ামে হয়। সুতরাং বিভিন্ন দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি দেশগুলোতে ঘুরতে পারা, মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট সম্পর্কে জানার এই অপরিমেয় সুযোগ কে মিস করতে চায়!!!


আরো কিছু মজার বিষয় আছে, আপনি ব্যাচেলর রেজাল্ট পাবার পূর্বেও এই স্কলারশিপে এপ্লাই করতে পারবেন। তারপর সাময়িকভাবে IELTS এর রেজাল্ট ছাড়াও আপনি এপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রোগ্রাম কোর্ডিনেটরকে আপনার ব্যাচেলরের রেজাল্ট বা IELTS এর স্কোর কবে জমা দিতে পারবেন সেটা জানিয়ে ইমেইল করতে হবে। যেমন আমার একজন বন্ধু ওর ৭ম সেমিস্টার পর্যন্ত রেজাল্ট দিয়ে এপ্লাই করেছিল। সম্পূর্ণ রেজাল্ট পাওয়ার পরে রেজাল্ট প্রোগ্রাম কোওরডিনেটরকে পাঠিয়েছিল এবং স্কলারশিপের জন্য মনোনিত হয়েছিল।


এখন আসি কি কি ডকুমেন্টস লাগবেঃ
ব্যাচেলর রেজাল্ট/সার্টিফিকেট, সিভি (ইউরোপাস ফরম্যাট), মোটিভেশন লেটার, রিকোমেন্ডেশন লেটার, IELTS এই চারটি বিষয় ম্যান্ডেটরি। আর পাশাপাশি জব এক্সপেরিয়েন্স/রিসার্চ আর্টিকেল/ ভলুন্টারি এক্সপেরিয়েন্স/ অনলাইন কোর্স ইত্যাদি আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনার মাস্টার্স থাকলে সেটা উল্লেখ করতে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে মাস্টার্সের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টও আপলোড করতে হবে। তবে রিসার্চ আর্টিকেল নিয়ে বেশি ভয় পাবেন না। ব্যাচেলর শেষ করা একজন শিক্ষার্থীর থেকে সাধারণত রিসার্স আর্টিকেল আশা করা হয় না। যেমন আমার প্রোগ্রামে মাত্র একজনের রিসার্স আর্টিকেল ছিল। এবং একজন ফ্রেন্ডের এমনকি ব্যাচেলরে থিসিসও ছিল না। তারপর আমার প্রোগ্রামে বেশিরভাগই ফ্রেস গ্রাজুয়েটদেরকে সিলেক্ট করা হয়েছিল। তবে রিসার্চ আর্টিকেল থাকলে উল্লেখ করুন। তবে সেটা যেন বেনামি/ কোন প্রিডেটরি জার্নাল না হয়!!!


▪️কিভাবে প্রোগ্রাম সিলেক্ট করবেনঃ
প্রোগ্রাম ক্যাটালগের এই লিংকে যাবেন https://www.eacea.ec.europa.eu/scholar…/emjmd-catalogue_en , তারপর ফিল্টার অপশন থেকে আপনার পছন্দের Field of Study, year of intake সিলেক্ট করবেন। অনেক প্রোগ্রামই মাল্টিডিসিপ্লিনারি। তাই প্রোগ্রাম ডেসক্রিপশনগুলো ডিটেইলসে দেখুন। যেমন আমি Environmental Technology and Engineering এ পড়ছি, এবং এই প্রোগ্রামে Environmental science/Engineering, Mining Engineering, Chemistry, Chemical Engineering, Molecular biology ব্যাকগ্রাউন্ডের (ব্যাচেলর) স্টুডেন্টরা পড়ছে। কাজেই প্রোগ্রাম ওয়েবসাইটে যান এবং ভালমত প্রোগ্রাম ডেসক্রিপশন, রিকোয়্যারমেন্টসগুলো দেখুন। এবং মোটিভেশন লেটারে আপনি কেন প্রোগ্রামটি পড়তে চান সেটা ভালভাবে বুঝিয়ে বলুন।
চলুন সিভি, মোটিভেশন লেটার, রিকোমেন্ডেশন লেটার, এবং IELTS নিয়ে আরেকটু আলোচনা করি।
সিভি্র জন্য ইউরোপাস ফরম্যাট ফলো করুন। (https://europa.eu/europass/en/create-europass-cv) এই লিঙ্কে চলে যান তারপর একাউন্ট খুলে ফেলুন এবং সিভি বানিয়ে ফেলুন। প্রয়োজনে ইউটিউব মশাইয়ের সাহায্য নিতে পারেন।


▪️মোটিভেশন লেটারঃ
এক থেকে দেড় পেজের একটি মোটিভেশন লেটার লিখে ফেলুন। প্রোগ্রাম ওয়েবসাইটে ওয়ার্ড লিমিট বলা থাকে সাধারণত। কেন এই প্রগ্রামে পড়তে চান সেটা ভাল মত বুঝিয়ে বলুন বা এই প্রোগ্রাম থেকে আপনি বা আপনার দেশ কিভাবে উপকৃত হবে, আপনার রিসার্চ ইন্টারেস্ট ইত্যাদি আপনার মোটিভেশন লেটারে তুলে ধরুন। কারো থেকে কপি পেস্ট করে দেশের ইমেজ নষ্ট করবেন না। আপনার মোটিভেশন লেটার যেন ইউনিক হয় সেটা খেয়াল রাখবেন।


▪️রিকোমেন্ডেশন লেটারঃ
সাধারনত দুইটি রিকোমেন্ডেশন লেটার চাওয়া হয়। একটি আপনার থিসিস সুপারভাইজার থেকে নিতে পারেন, আর অন্যটি আরেকজন প্রফেসর বা আপনি জব করে থাকলে আপনার বস থেকেও একটি নিতে পারেন।
▪️𝗜𝗘𝗟𝗧𝗦: সাধারণত ৬.৫ চাওয়া হয়। আবার কিছু প্রোগ্রামে নির্দিষ্টভাবে প্রত্যেক সেকশনে মিনিমাম স্কোর চাওয়া হয়। যেমন আমার প্রোগ্রামে ওভারঅল ৬.৫ এর সাথে রাইটিং এবং স্পিকিং এ মিনিমাম ৬ চাওয়া হয়েছিল। কিছু প্রোগ্রামে ব্যাতিক্রম থাকতে পারে, তাই প্রোগ্রাম ওয়েবসাইট ভালমত খেয়াল করুন।


কিছুদিন আগে আমার প্রোগ্রামের স্কলারশিপ সিলেকশন কমিটিতে থাকা একজন ব্যাক্তির সাথে কথা হচ্ছিল। কথা প্রসঙ্গে উনাকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে উনারা স্কলারশিপের জন্য স্টুডেন্ট সিলেক্ট করে থাকেন। রেজাল্ট, তারপর আপনার ব্যাচেলরের কোর্সের সাথে আপনার আবেদনকৃত প্রোগ্রামের কোর্সের রিলেভেন্সি, কোয়ালিটি অফ রিকোমেন্ডেশন, মোটিভেশন লেটার ইত্যাদির উপর ভিত্তি করে আপনাকে ইভালুয়েশন করে থাকে। আর IELTS এর ক্ষেত্রে, ধরুন IELTS এর রেজাল্টের জন্য ১০ পয়েন্ট। আপনি যদি মিনিমাম স্কোর পেয়ে থাকেন তাইলেই আপনি ১০ পয়েন্ট পেয়ে যাবেন। এর মানে IELTS এ ৯ পাওয়া স্টুডেন্ট আর আপনার সমান পয়েন্ট হবে। কাজেই IELTS এর স্কোর কম হলেও ভয় পাবেন না। তবে ভাল স্কোর করার অবশ্যই চেষ্টা করবেন। কারন মনে করুন IELTS এ ৯ পাওয়া এপ্লিক্যান্ট এবং আপনার ওভারঅল পয়েন্ট সমান হল তখন স্বভাবতই ৯ স্কোর পাওয়া এপ্লিক্যান্টই বেশি প্রায়োরিটি পাবে, কাজেই এপ্লাই করার সময় এই বিষয়গুলো মাথায় রাখবেন।
ও আর একটি কমন কনফিউশন, আমাদের দেশের ১ ক্রেডিট = ১.৫ ইউরোপিয়ান ক্রেডিট। কাজেই প্রোগ্রাম ওয়েবসাইটে ব্যাচেলরে্র মিনিমাম রিকোয়ারম্যন্ট ১৮০ কোর্স ক্রেডিট দেখে ঘাবড়ে যেয়েন না!!!!!!


𝗗𝗲𝗮𝗱𝗹𝗶𝗻𝗲: Varies from program to program. সাধারণত আগস্টে সার্কুলার দেওয়া হয় এবং প্রোগ্রামভেদে জানুয়ারি/ফেব্রুয়ারিতে ডেডলাইন থাকে। কাজেই প্রোগ্রাম ওয়েবসাইটে খেয়াল রাখুন।
গুড নিউজ হচ্ছে বাংলাদেশে এই স্কলারশিপ দিন দিন আরো জনপ্রিয় হচ্ছে। এরই ফলস্রুতিতে বাংলাদেশ বিগত কয়েকবছর এই স্কলারশিপ পাওয়াতে বিশ্বে বেশ ভাল অবস্থানে ছিল। ২০২১ সালে সারাবিশ্বে মোট ২৭৫৬ জন শিক্ষার্থীকে এই স্ক্লারশিপ দেওয়া হয়, এদের মধ্যে বাংলাদেশ (৪র্থ) থেকে রেকর্ড ১৩৯ জন শিক্ষার্থী এই স্কলারশিপ পায়।


▪️কিছু প্রয়োজনীয় লিঙ্কঃ
𝗘𝗠𝗝𝗠𝗗 𝗖𝗮𝘁𝗮𝗹𝗼𝗴𝘂𝗲: https://www.eacea.ec.europa.eu/scholar…/emjmd-catalogue_en
𝗘𝗨𝗥𝗢𝗣𝗔𝗦 𝗖𝗩: https://europa.eu/europass/en/create-europass-cv
ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🙂
শুভকামনা সবার জন্য।
©Abdullah AL Noman.

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version