আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি বাংলাদেশের (এআইইউবি) ২১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী দীপু মনি সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন।
সমাবর্তনে বিভিন্ন অনুষদের ৪ হাজার ৭২২ ছাত্রছাত্রীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়া বিভিন্ন বিষয়ে কৃতিত্ব ও সর্বোত্তম ফল অর্জনকারী মেধাবী ছাত্রছাত্রীদের চ্যান্সেলর স্বর্ণপদক, সুম্মা কাম লাউড, আনোয়ারুল আবেদীন লিডারশিপ পদক, ম্যাগনা কাম লাউড, ভাইস চ্যান্সেলর পদক, কাম লাউড সম্মাননা পদক প্রদান করা হয়।
সমাবর্তনে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) প্রেসিডেন্ট কাজুও ইয়ামামোতো। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন, সহ–উপাচার্য আবদুর রহমান ও ট্রাস্টি বোর্ডের সদস্য কারমেন জেড লামাগনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, কামরুল ইসলাম রাব্বী, এনামুল হক বিজয়, অভিনেত্রী সাবিলা নূরসহ অনেকেই ডিগ্রি অর্জন করেন।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh