আজ নিকোলা টেসলার জন্মদিন
উদ্ভাবক, যান্ত্রিক ও তড়িৎ প্রকৌশলী নিকোলা টেসলা তৎকালীন অস্ট্রিয়ান সাম্রাজ্যের স্মিলিয়ানে (বর্তমান ক্রোয়েশিয়ার অন্তর্গত) জন্মগ্রহণ করেন। নিকোলা টেসলা বেশি খ্যাতি পেয়েছেন বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থায় এসি (অলটারনেটিং কারেন্ট) উদ্ভাবন করে। টেসলার পেটেন্ট ও তাত্ত্বিক কাজ তারহীন যোগাযোগ ও রেডিও উদ্ভাবনের ভিত তৈরি করে দিয়েছিল। টেসলা প্রথম বেতার নিয়ন্ত্রিত (আরসি) যন্ত্র উদ্ভাবন করেন। সেটি ছিল একটি আরসি নৌকা।