গুগলে চান্স পাওয়া ছিল স্বপ্নের মতো: জাবি শিক্ষার্থী নোশিন
‘গুগলে চাকুরীর অফার পাওয়াটা সবসময় স্বপ্নের মতো ছিল। তবে এই সফলতা একবারে আসে নি। দুই বার গুগলে আবেদনে ব্যার্থ হওয়ার পর তৃতীয়বারের বেলায় আমি সফল হয়েছি। এই সফলতায় আমি অনেক খুশি।’ সদ্য গুগলে চাকুরির সুযোগ পাওয়ার অনুভূতি ব্যক্ত করে এ কথাগুলো বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটউট অব ইনফরমেশন টেকনলজির শিক্ষার্থী মীর নোশিন জাহান । নোশিন আরও