bdengineer.com Blog Admission IUT তে ভর্তি বিজ্ঞপ্তি আবেদন শুরু ১৪ মার্চ
Admission IUT

IUT তে ভর্তি বিজ্ঞপ্তি আবেদন শুরু ১৪ মার্চ

IUT

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি)। আগ্রহীরা ১৪ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা: ২০২২ বা ২০২১ সালে এইচএসসি বা সমমান সম্পন্ন করতে হবে। ২০১৯ বা তার পরে অবশ্যই এসএসসি বা সমমান সম্পন্ন করতে হবে।

এছাড়া এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫ (উভয়) এসএসসি এবং এইচএসসি/সমমান পাস করতে হবে। এইচএসসিতে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং ইংরেজিতে ন্যূনতম এ+ এবং ও/এ লেভেল বা সমতুল্য ও লেভেল: গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং ইংরেজি ন্যূনতম গ্রেড বি এ লেভেল: গণিত, পদার্থবিদ্যা এবং রসায়ন ন্যূনতম গ্রেড এ সহ পাস হতে হবে।

যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে:

১। বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ প্রোগ্রাম

২। বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ME)

৩। বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই)

৪। বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)

৫। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)

৬। বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (SWE)

৭। বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (CE)

৮। প্রযুক্তি ব্যবস্থাপনায় বিবিএ (টিএম)

ভর্তি পরীক্ষা: (বিএসসি ইঞ্জি. এবং বিবিএ প্রোগ্রামের জন্য) শুক্রবার, ২৬ মে ২০২৩ সকাল ১০টায়। (শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের ভর্তি পরীক্ষায় বসতে দেওয়া হবে।)

আবেদন প্রক্রিয়া: আগ্রহীদের এই Website এর মাধ্যমে আবেদন করতে হবে।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version