প্রযুক্তি খাতে ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পর পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। ছাঁটাই হওয়া কর্মীদের লক্ষ্য করে এসব প্রতারণা কার্যক্রম চালাচ্ছে প্রতারকেরা।
ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, চাকরিদাতা সেজে প্রতারকেরা ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা চালাচ্ছে। সে প্রতিবেদনে লিংকডইনের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট অস্কার রদ্রিগেজ বিষয়টি স্বীকার করে বলেছেন, এ ধরনের ধূর্ত ও প্রতারণা কার্যক্রম নিশ্চিতভাবেই বাড়ছে।
চাকরিসংক্রান্ত প্রতারণার অভিযোগ ওঠার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমটি সম্প্রতি প্রায় কোটিখানেক ভুয়া অ্যাকাউন্ট ব্লক করার চেষ্টা করেছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জেডস্কেলার সম্প্রতি এমন একটি প্রতারণার ঘটনা তুলে ধরেছে। এতে বলা হচ্ছে, চাকরিপ্রার্থীদের লক্ষ্য করে প্রতারকেরা লিংকডইনের সরাসরি মেসেজিং সুবিধা ইন-মেইলের মাধ্যমে প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছিল।
জেডস্ক্যালারের নিরাপত্তা গবেষণার ভাইস প্রেসিডেন্ট দীপেন দেশাই বলেন, প্রতারকেরা সাক্ষাৎকার নেওয়ার জন্য কোম্পানির প্রকৃত নিয়োগকারীর ছবিসহ স্কাইপ প্রোফাইলও তৈরি করেছে। প্রতারকেরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রোফাইল ছবি তৈরি করছে, যা খুব সহজেই মানুষকে প্রতারিত করতে পারছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) সম্প্রতি বলেছে যে ২০২২ সালে ৯২ হাজারের বেশি চাকরি এবং ব্যবসাসম্পর্কিত প্রতারণার ঘটনা ঘটে, যেখানে প্রায় ৩৬ কোটি ৭০ মিলিয়ন ডলার চুরি হয়েছে।
সূত্র: গ্যাজেটস নাউ
Let everyone know by sharing.
Page Link – bdengineer.com
Page Link- Engineers Job in Bangladesh