২০২৪ শিক্ষাবর্ষের মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি পরীক্ষার জন্য আবেদন চলে ১৭ জানুয়ারি পর্যন্ত, আবেদনকারীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি ঢাকায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়। তবে লিখিত পরীক্ষায় তাদের ৫ শতাংশ নম্বর কাটা গেছে।
‘এ’ ইউনিটের ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারে গণিত ৯০, পদার্থ ৭০, রসায়ন ৩০ এবং ইংরেজি ১০ মোট ২০০ নম্বরের প্রশ্ন ছিল।আর ‘বি’ ইউনিটের আর্কিটেকচারে অংকন এবং আর্কিটেকচার রিলেটেড বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফল জানার জন্য Click করুন।