মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ৯ মার্চ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) এমআইএসটির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ২ মার্চ পর্যন্ত। আর ৯ এপ্রিল থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। দুই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের আবেদন ফি এক হাজার টাকা। আর বি (বি+এ) ইউনিটে আবেদন ফি এক হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২২ ও ২০২১ সালে উচ্চমাধ্যমিক এবং ২০১৯ ও ২০২০ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। এসএসসিতে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪ পেতে হবে। এইচএসসিতে পদার্থ, রসায়ন, গণিত এবং ইংরেজি বিষয়ে মোট ১৭ পয়েন্ট পেতে হবে।
২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস থেকে প্রশ্ন করা হবে। এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২০০ নম্বরের ওপর। এর মধ্যে গণিতে ৮০, পদার্থে ৬০, রসায়নে ৪০ এবং ইংরেজিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh