ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১ সালের ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায়। পরীক্ষাটি দুপুর ১টায় শেষ হওয়ার কথা থাকলেও প্রশ্নে গরমিল থাকায় এ পরীক্ষার দর্শন বিভাগের মানোন্নয়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার দর্শন বিভাগের পরীক্ষা একঘণ্টা চলার পর বাতিল ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
জানা যায়, দর্শন বিভাগের শিক্ষার্থীদের ১০০ নম্বরের পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্ন করা হয়েছে ৭৫ নম্বরের। এর ফলে পরীক্ষা বাতিল করেছে ঢাবি কর্তৃপক্ষ। আজ বেলা ১১টা ৫০ মিনিটে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো দর্শন বিভাগের নন-মেজর ইংরেজি পরীক্ষার প্রশ্ন নতুন সিলেবাসের আলোকে করা হয়েছে। আর আজ যারা মানোন্নয়ন পরীক্ষা দিচ্ছে তাদের ইংরেজি প্রশ্ন পুরনো সিলেবাসের আলোকে হওয়ার কথা। পরীক্ষা শুরুর পর শিক্ষার্থীরা বিষয়টি আমাদের নজরে আনলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে কেবল মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সমন্বয় করা হবে। বাকি অন্যান্য বিভাগের পরীক্ষা যথারীতি সম্পন্ন হচ্ছে।
উল্লেখ্য, এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টায় সরকারি সাত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
Page Link- Engineers Job in Bangladesh