করোনা–পরবর্তী সময়ে বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ইস্যু নিয়ে সমালোচনার মুখে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এর মধ্যেই প্রতিষ্ঠানটি জানিয়েছে, সহ–প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এবং তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা ভাতা বাড়ানো হয়েছে।
গতকাল বুধবার মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, জাকারবার্গ ও তাঁর পরিবারের সদস্যরা বছরে মোট ১ কোটি ৪০ লাখ ডলার নিরাপত্তা ভাতা পাবেন। আগে এর পরিমাণ ছিল ৪০ লাখ ডলার। সেই হিসাবে, নিরাপত্তা ভাতা বাড়ানো হয়েছে ১ কোটি ডলার।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, মার্ক জাকারবার্গ ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা কর্মসূচির খরচ জোগাতে ভাতা বাড়ানোর প্রয়োজন ছিল। তবে এমন এক সময় এই ভাতা বাড়ানোর ঘোষণা দেওয়া হলো যখন কর্মী ছাঁটাই নিয়ে সমালোচনার মুখে পড়েছে মেটা।
গত বছরের অক্টোবরে অন্তত ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানায় ফেসবুক, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ১৩ শতাংশ। বলা হয়, বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর গত ১৮ বছরে এবারই প্রথম এত বড় সংকটের মুখে পড়ে ফেসবুক।
চলতি ২০২৩ সালকে মেটার জন্য ‘দক্ষতার বছর’ হিসেবে ঘোষণা দিয়েছেন জাকারবার্গ। মেটা জানায়, চলতি বছর তাদের ব্যয় ৮৯ থেকে ৯৫ বিলিয়ন ডলার অর্থাৎ ৮ হাজার ৯০০ কোটি থেকে ৯ হাজার ৫০০ কোটি ডলারের মধ্যে থাকবে। এ জন্য প্রতিষ্ঠানটি নতুন করে আরও কর্মী ছাঁটাই করবে বলে মনে গুঞ্জন রয়েছে। সে জন্য বাজেট চূড়ান্ত করতে বিলম্ব করছে প্রতিষ্ঠানটি। তবে এবার ঠিক কত কর্মী ছাঁটাই হতে পারে, তা জানা যায়নি।
From- tech News
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh