গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে এই ফল প্রকাশ করা হয়।
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল দেখতে এখানে Click করুন।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে শাবিপ্রবি ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ ফল প্রকাশের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ ৮৬.৫০, সর্বনিম্ন মাইনাস ২০ নম্বর পেয়েছেন শিক্ষার্থীরা। এবার ৩০ নম্বরের ওপরে যারা পেয়েছেন তাদেরকে উত্তীর্ণ দেখানো হয়েছে। এতে উত্তীর্ণ হয়ে ৩০ এর ওপরে পেয়েছেন ৮৫,৫৮২জন। অনুত্তীর্ণ হয়েছে ৬৬ হাজার ৭১১জন।
তিনি আরো বলেন, প্রায় এক শতাংশ খাতা মূল্যায়ন করা সম্ভব হয়নি। কারণ অনেকে তিনটি থেকে দুটি পূরণের কথা থাকলেও তিনটিই পূরণ করেছেন। অনেকের সেটকোডগত সমস্যাও ছিল।
Share করে সবাইকে জানিয়ে দিন।
PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh