চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম স্যারের সাথে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর দুই সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- এডিবি’র টিম লিডার মি. রবার্ট ব্রায়ান স্মিথ (গৎ. জড়নবৎঃ ইৎরধহ ঝসরঃয) এবং এডিবি’র প্রশাসন ও লজিস্টিক সমন্বয়ক মিস. শাহতাজ মাহমুদ।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) ভাইস চ্যান্সেলর কার্যালয়ে মতবিনিময় হয়। এ সময় চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক স্যার উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে এডিবি’র প্রতিনিধি দল চুয়েটের পুরকৌশল বিভাগের সাথে “রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট” নিয়ে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।
Share করে সবাইকে জানিয়ে দিন।
PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh