bdengineer.com Blog Admission CUET RUET KUET এর প্রকৌশল গুচ্ছের আসন বিন্যাস প্রকাশ
Admission CUET KUET RUET

CUET RUET KUET এর প্রকৌশল গুচ্ছের আসন বিন্যাস প্রকাশ

CUET RUET KUET

CUET RUET KUET

আগামী ৬ আগস্ট প্রকৌশল গুচ্ছের অধীনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা উপলক্ষে আসন বিন্যাস প্রকাশ করেছে ভর্তি কমিটি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত Website এ Click Here আসন বিন্যাস প্রকাশি হয়।

ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়েট, কুয়েট ও রুয়েট এর স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ সমন্বিত ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ: ২০২১-২২ এর জন্য যে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে তাদের রোলনম্বর অনুসারে সংশ্লিষ্ট কেন্দ্রের কক্ষ নম্বর তালিকায় সংযুক্ত করা হলো।

আবেদনকারী যে কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে তাকে সেই কেন্দ্রই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা কেন্দ্র কোন অবস্থাতেই পরিবর্তন যোগ্য নয়।

এবার চুয়েটে মোট আসন সংখ্যা ৯৩১। এর মধ্যে সংরক্ষিত আসন আছে ১১টি। কুয়েটে মোট আসন সংখ্যা ১০৬৫। এর মধ্যে সংরক্ষিত আসন আছে ৫টি। আর রুয়েটে মোট আসন সংখ্যা ১২৩৫। এর মধ্যে সংরক্ষিত আসন আছে ৫টি। তিন বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন আছে ৩২৩১টি।

যোগ্য আবেদনকারীর মধ্য থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত গ্রেড পয়েন্ট ও নম্বরের ভিত্তিতে প্রথম ৩৩ হাজার প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

গ্রেড পয়েন্ট একই হলে পর্যায়ক্রমে পদার্থবিজ্ঞান, রসায়ন, ও গণিতের মোট নম্বর, পদার্থবিজ্ঞান ও রসায়নের মোট নম্বর, পদার্থবিজ্ঞানের নম্বর ও রসায়নের নম্বরের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

ভর্তি কমিটির রুয়েট শাখার সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের অন্তর্ভুক্ত খ গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে ৬২২ জন অংশগ্রহণ করবেন। এই গ্রুপে এমসিকিউ ও মুক্ত হস্তে অঙ্কনসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

তিনি বলেন, পরীক্ষার জন্য উচ্চমাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ডাউলোডকৃত সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের হার্ডকপি সঙ্গে আনতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন না এবং পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবেন না।

Share করে সবাইকে জানিয়ে দিন।

PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version