গত বৃহস্পতিবার খুদে ব্লগ লেখার সাইট টুইটারের মালিকানা নিজের করে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। টুইটার কেনার আগে থেকেই তিনি অভিযোগ করছিলেন, টুইটারে অনেক বট অ্যাকাউন্ট বা ভুয়া ব্যবহারকারী রয়েছে। বিষয়টি টুইটার স্বীকার না করলেও ইলন মাস্কের কাছে মালিকানা বদলের পরপরই ফলোয়ার বা অনুসারীর সংখ্যা কমে যাওয়ার অভিযোগ করেছেন অনেক টুইটার ব্যবহারকারী।
ফলোয়ার বা অনুসারীর সংখ্যা কমে যাওয়ার অভিযোগ বিষয়ে কোনো মন্তব্য করেনি টুইটার। আর তাই বিষয়টি নিয়ে নানা ধরনের জল্পনা চলছে ব্যবহারকারীদের মধ্যে। কারও ধারণা, ইলন মাস্কের টুইটার কেনার প্রতিবাদ করতেই অনেক ব্যবহারকারী টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলেছেন। কারও ধারণা, মালিকানা গ্রহণ করেই বট অ্যাকাউন্ট বা ভুয়া ব্যবহারকারীর বিরুদ্ধে অভিযান শুরু করেছেন ইলন মাস্ক।
উল্লেখ্য, ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে খুদে ব্লগ লেখার সাইট টুইটার কিনেছেন ইলন মাস্ক। কেনার পরপরই টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়ালসহ প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন তিনি।
সূত্র: মেইল অনলাইন
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh