bdengineer.com Blog College বছরের প্রথম দিন শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে: শিক্ষামন্ত্রী
College Education School

বছরের প্রথম দিন শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে: শিক্ষামন্ত্রী

বছরের প্রথম দিন শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে: শিক্ষামন্ত্রী

বছরের প্রথম দিন শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বছরের শুরুতে ১ জানুয়ারি শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হবে। কাগজের সংকট নিয়ে ইতিমধ্যে বৈঠক করা হয়েছে।

গতকাল শনিবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ‘৪১তম বার্ষিক সাধারণ সভা ২০২১ ও বইমেলা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছে, তা সারা বিশ্বের কাছে বিস্ময়কর। অর্থনৈতিক, সামাজিক ও মানব উন্নয়ন সূচকের সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে। একইভাবে আমাদের জ্ঞানভিত্তিক সমাজ তৈরির যে প্রচেষ্টা, সেখানেও উন্নতি করেছি।’

অনুষ্ঠানে আয়োজিত প্রদর্শনীমূলক বইমেলা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ সময় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতিসহ কর্মকর্তারা শিক্ষামন্ত্রীকে নিয়ে মেলা পরিদর্শন করেন। এরপর ‘প্রকাশনা শিল্পের বর্তমান পরিস্থিতি ও আমাদের ভাবনা’ শীর্ষক লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি শ্যামল পাল।

বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালকসহ দেশের ৬৪ জেলা ও উপজেলা শাখার নেতারা বিপুলসংখ্যক পুস্তক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Page Link- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version