bdengineer.com Blog Admission ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্স প্রোগ্রাম চালু
Admission Data Science Dhaka University Engineering News

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্স প্রোগ্রাম চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধীনে ফলিত পরিসংখ্যান প্রোগ্রামগুলোর (বিএস, এমএস, এমফিল, পিএইচডি) নতুন দেওয়া হয়েছে। এগুলো এখন ফলিত পরিসংখ্যান এবং ডেটা সায়েন্স প্রোগ্রাম।

বুধবার ( ১৩ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে ফলিত পরিসংখ্যানকে ফলিত পরিসংখ্যান এবং ডেটা সায়েন্স প্রোগ্রামে রূপান্তরিত করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি ২০২২-২৩ সেশন থেকেই তা কার্যকর হবে। বিজ্ঞান অনুষদের মাধ্যমে ফলিত পরিসংখ্যান এবং ডেটা সায়েন্সে প্রথম বর্ষ অনার্সে ছাত্র-ছাত্রীরা ইতোমধ্যে ভর্তি হতে পারবে।

নাম পরিবর্তনের বিষয়ে বিভাগ থেকে জানানো হয়, দেশে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী মানবসম্পদ তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন যুগোপযোগী এবং মহৎ সিদ্ধান্ত চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ওই ইনস্টিটিউটের শিক্ষকরা মনে করেন। ডেটা-চালিত দক্ষতা, শিল্পের চাহিদা, বিগ ডাটা, মেশিন লার্নিং, প্রযুক্তিনির্ভর ডাটা এবং ডাটা নির্ভর সিদ্ধান্ত গ্রহণের জন্য ডেটা বিশ্লেষণের বিভিন্ন সফটওয়্যার এবং প্রোগ্রামিংয়ের উপর জোর দিয়ে প্রোগ্রামের পাঠ্যসূচিতে ইতোমধ্যে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। ফলিত পরিসংখ্যান এবং ডেটা সায়েন্স প্রোগ্রাম বিষয়ে বিস্তারিত ইনস্টিটিউটের ওয়েবসাইটে (www.isrt.ac.bd) জানা যাবে।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version