ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবে ঢাবি কর্তৃপক্ষ।
ঢাবির একাধিক অনুষদের ডিনের সাথে কথা বলে জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে সশরীরে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। ইতোমধ্যে প্রথম বর্ষের ক্লাস শুরুর সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। তবে সবগুলো অনুষদের ক্লাস একই দিনে শুরু নাও হতে পারে।
তারা জানান, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে। তবে কোন অনুষদের কোন কোন বিভাগের ক্লাস এদিন থেকে শুরু হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। ক্লাস রুটিন স্ব-স্ব বিভাগ ঠিক করবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস ছামাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে। সবগুলো অনুষদের ক্লাস একই সাথে শুরুর কথা রয়েছে। তবে কোন বিভাগ কবে ক্লাস নেবে সেটি এখনও চূড়ান্ত হয়নি।
জানতে চাইলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৭ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। আজ-কালের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh