bdengineer.com Blog SUST বিদ্যুৎ সাশ্রয়ে শাবিপ্রবিতে সপ্তাহে একদিন অনলাইন ক্লাস
SUST

বিদ্যুৎ সাশ্রয়ে শাবিপ্রবিতে সপ্তাহে একদিন অনলাইন ক্লাস

বিদ্যুৎ সাশ্রয়ে শাবিপ্রবিতে সপ্তাহে একদিন অনলাইন ক্লাস

বিদ্যুৎ সাশ্রয়ে শাবিপ্রবিতে সপ্তাহে একদিন অনলাইন ক্লাস

জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস হবে। সেই সাথে ওই দিন বিশ্ববিদ্যালয়ের সকল পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ১১টায় ডিন ও বিভাগীয় প্রধানদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহের বৃহস্পতিবার অনলাইনে এবং অন্য চারদিন সরাসরি ক্লাস অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া ওইদিন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুরোপুরি বন্ধ থাকবে। অন্যান্য দিনেও পরিবহন সেবা কিছুটা হ্রাস করা হবে।

এ সময় উপাচার্য বলেন, আন্তর্জাতিক সমস্যার কারণে সৃষ্ট জাতীয় এ সমস্যায় আমরা দেশবাসীর পাশে থাকতে চাই। আমাদের দেশপ্রেমের সঙ্গে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয় করোনা মহামারিতে ক্যাম্পাসে করোনা পরীক্ষার ব্যবস্থা করে দেশের মানুষের পাশে ছিল। এবারও ২০ শতাংশ জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করে পাশে থাকবো। এ সময় শিক্ষার্থীদের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেজন্য বিভাগীয় প্রধান ও শিক্ষকদের নজর রাখার আহ্বান জানান উপাচার্য।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Page Link- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version