bdengineer.com Blog Student Activity ব্রাক বিশ্ববিদ্যালয় এবং লিংকন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতায় চুক্তি
Student Activity University

ব্রাক বিশ্ববিদ্যালয় এবং লিংকন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতায় চুক্তি

বাংলাদেশের BRAC University এবং ইংল্যান্ডের University Of Lincoln একটি চুক্তি স্বাক্ষর করেছে। যার আওতায় ব্রাক বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ুয়া শিক্ষার্থীরা তাদের BBA(Bachelor Of Business Administration) ডিগ্রী ব্রাক বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়বে এবং বাকি পড়াশোনা University of Lincoln এ স্কলারশিপ সহ শেষ করার সুযোগ পাবে৷

ব্রাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিনসেন্ট চ্যাং উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিল জাস্টারের আমন্ত্রনে সফররত অবস্থায় এই চুক্তি স্বাক্ষরিত হয়৷ বাংলাদেশের যে কোনও বিশ্ববিদ্যালয়ের জন্য এমন চুক্তি এই প্রথম।

এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা আমেরিমার ক্যালিফোর্নিয়া নর্থ স্টেট ইউনিভার্সিটি থেকে তাদের পড়াশুনা শেষ করার সুযোগ পান। ব্রাক বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার কেন্ট বিশ্ববিদ্যালয়ের মাঝে এরূপ আরেকটি co-operation রয়েছে। যার আওতায় কেন্ট বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের শিক্ষার্থীরা তাদের পড়াশুনা শেষে ব্রাক বিশ্ববিদ্যালয়ে তাদের গবেষনা শেষ করেন। বাংলাদেশের শিক্ষাখাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ব্রাক বিশ্ববিদ্যালয় শুরু থেকেই অসাধারন ভূমিকা পালন করছে।

ফজলে হাসান আবেদ, যিনি ব্রাকের প্রতিষ্ঠাতা ওনার ইচ্ছা ছিলো যে শিক্ষার্থীরা বিদেশে চলে যায় পড়াশুনা করতে তাদের সামনে একটা বিকল্প তুলে ধরা। প্রতিষ্ঠার ২০ বছরে তা অনেকাংশেই করতে সফল হয়েছে বিশ্ববিদ্যালয়টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version