bdengineer.com Blog Diploma Engineers ৩৩৬ টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে BIWTA
Diploma Engineers Engineers Featured Govt. Jobs

৩৩৬ টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে BIWTA

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ২৯ মার্চ ২০২২ তারিখে ২৪টি পদের অধীনে মোট ৩৬৩টি শূন্যপদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

সরকারী চাকরির খবর,
.
পদের নাম: সহকারী প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী,
.
পদের সংখ্যা- ২৪ টি
মোট পদের সংখ্যা- ৩৬৩ টি

১। পদের নামঃ তড়িৎ প্রকৌশলী
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ৩৫৫০০-৬৭০১০ টাকা
গ্রেডঃ ৬
বয়সঃ ২৭ হতে ৪০ বছর
যোগ্যতাঃ তড়িৎ প্রকৌশলে স্নাতক/ সমমানের ডিগ্রী।

২। পদের নামঃ সরকারি নৌ স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা
পদ সংখ্যাঃ ৫ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ নৌ স্থাপত্য এবং নৌ-প্রকৌশল এ স্নাতক ডিগ্রী।

৩। পদের নামঃ সরকারি নৌ প্রকৌশলী, সহকারি যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার
পদ সংখ্যাঃ ৬ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ মেকানিক্যাল/ মেরিন ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী।

৪। পদের নামঃ সহকারি প্রকৌশলী
পদ সংখ্যাঃ ৬ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ পুর প্রকৌশল অথবা পানি সম্পদে স্নাতক ডিগ্রী।

৫। পদের নামঃ নদী জরিপকারী
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
বয়সঃ ২১ হতে ৩৫ বছর
যোগ্যতাঃ স্নাতক পর্যায়ে অংক সহ হাইড্রোগ্রাফিক/ ওসানোগ্রাফি তে স্নাতক ডিগ্রী।

৬। পদের নামঃ সহকারি তড়িৎ প্রকৌশলী (ডেকা চেইন)
পদ সংখ্যাঃ ৪ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
বয়সঃ ২১ হতে ৩৫ বছর
যোগ্যতাঃ ইলেকট্রনিক্স ইলেকট্রিকালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

৭। পদের নামঃ সহকারী প্রকৌশলী (সিএসই)
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ তড়িৎ/ কম্পিউটার প্রকৌশলে স্নাতক ডিগ্রী।

৮। পদের নামঃ কনিষ্ঠ নদী জরিপকারী
পদ সংখ্যাঃ ৬ টি
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেডঃ ১৩
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ গণিতসহ বিএ ডিগ্রী অথবা পদার্থ রসায়ন ও গণিত সহ বিএসসি ডিগ্রী।

৯। পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (পুর প্রকৌশল)
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ পুর প্রকৌশলে ডিপ্লোমাধারী প্রকৌশলী হতে হবে।

১০। পদের নামঃ সহকারি কারিগরি কর্মকর্তা
পদ সংখ্যাঃ ১২ টি
বেতনঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০
বয়সঃ ২১ হতে ৩৫ বছর
যোগ্যতাঃ নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা।

১১। পদের নামঃ তত্ত্বাবধায়ক (তড়িৎ), কারিগরি সহকারি (তড়িৎ), উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)
পদ সংখ্যাঃ ৭ টি
বেতনঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০
বয়সঃ ২১ হতে ৩৫ বছর
যোগ্যতাঃ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স এ ডিপ্লোমাধারী হতে হবে।

১২। পদের নামঃ কারিগরি সহকারি
পদ সংখ্যাঃ ২০ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ এসএসসি সহ সাব ওভারশিয়ার সার্ভে ফাইনাল পাস।

১৩। পদের নামঃ কারিগরি সহকারি (মেরিন/ ডিজেল/ জাহাজ নির্মাণ/ মেকানিক্যাল)
পদ সংখ্যাঃ ২০ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ এসএসসি সহ সংশ্লিষ্ট দুই বছর মেয়াদী কোর্স পাস।

১৪। পদের নামঃ কারিগরি সহকারি (তড়িৎ)
পদ সংখ্যাঃ ১৫ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ এসএসসি সহ সংশ্লিষ্ট দুই বছর মেয়াদী কোর্স পাস।

১৫। পদের নামঃ তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারি ও সহকারি
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

১৬। পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ১০ টি
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেডঃ ১৩
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রী।

১৭। পদের নামঃ ড্রাইভার-৩
পদ সংখ্যাঃ ১০ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
বয়সঃ ১৮ হতে ৩০ বছর
যোগ্যতাঃ তৃতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার হিসেবে কম্পিটেন্সি সার্টিফিকেট ধারী হতে হবে।

১৮। পদের নামঃ ওয়েন্ডার
পদ সংখ্যাঃ ৫ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
বয়সঃ ১৮ হতে ৩০ বছর
যোগ্যতাঃ এসএসসি সহ ওয়েল্ডিং কাজের অভিজ্ঞতা।

১৯। পদের নামঃ মোটর মেকানিক/ ডিজেল মেকানিক/ মেকানিক
পদ সংখ্যাঃ ১৫ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
বয়সঃ ১৮ হতে ৩০ বছর
যোগ্যতাঃ ৪ মাস মেয়াদী কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

২০। পদের নামঃ ইলেকট্রিক মেকানিক/ ইলেকট্রিশিয়ান (জাহাজ)
পদ সংখ্যাঃ ১০ ট
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
বয়সঃ ১৮ হতে ৩০ বছর
যোগ্যতাঃ সরকারি কর্তৃপক্ষ হতে বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে।

২১। পদের নামঃ গ্রীজার
পদ সংখ্যাঃ ৬১ টি
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা
গ্রেডঃ ১৭
বয়সঃ ১৮ হতে ৩০ বছর
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

২২। পদের নামঃ লস্কর
পদ সংখ্যাঃ ৭৩ টি
বেতনঃ ৮৫০০-২০৫৭০ টাকা
গ্রেডঃ ১৯
বয়সঃ ১৮ হতে ৩০ বছর
যোগ্যতাঃ ডিইপিটিসি হতে ১ বছর মেয়াদী কোর্স পাস অথবা মাধ্যমিক পাস।

২৩। পদের নামঃ ভান্ডারী
পদ সংখ্যাঃ ৩০ টি
বেতনঃ ৮৫০০-২০৫৭০ টাকা
গ্রেডঃ ১৯
বয়সঃ ১৮ হতে ৩০ বছর
যোগ্যতাঃ মাধ্যমিক পাস সহ খাদ্য পাক করার অভিজ্ঞতা থাকতে হবে।

২৪। পদের নামঃ তোপাষ
পদ সংখ্যাঃ ৩০ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
গ্রেডঃ ২০
বয়সঃ ১৮ হতে ৩০ বছর
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।


.
অভিজ্ঞতা- ছবি দেখুন,
আবেদনের নিয়ম ও বিস্তারিত ছবিতে দেখুন।
আবেদন ফী- ৩২০ টাকা (১ হতে ১১ পর্যন্ত ) এবং ২১৫ টাকা (১১ হতে ২৪ পর্যন্ত)
.

আবেদন প্রকাশ তারিখ- ২৯/০৩/২০২২
আবেদন শুরুর তারিখ- ০১/০৪/২০২২
সূত্র – BIWTA website
আবেদন শেষ তারিখ- ৩০/০৪/২০২২
.
PageLink- bdengineer.com

নিয়োগ বিজ্ঞপ্তির PDF File Download করতে শুরুর অংশে Download Option এ গিয়ে Download করুন


.
আবেদন করার জন্য বিস্তারিত নিয়ম কানুন ও যাবতীয় তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে
.
Share করে সবাইকে জানিয়ে দিন।
.
From – Mohammad hasib
PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version