গুচ্ছ ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ের উত্তর না করলে ইঞ্জিনিয়ারিং এবং গাণিতিক অনুষদের বিষয় সমূহে ভর্তির সুযোগ পাওয়া না পাওয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ শনিবার (২৭ আগস্ট) গুচ্ছে ‘ম্যাথ না দাগিয়ে ইঞ্জিনিয়ারিং নয়’ শীর্ষক লাইভ অনুষ্ঠানে এসব কথা বলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিদারুল আলম।
অনুষ্ঠানে নোবিপ্রবি ভিসি বলেন, বিষয়টি অনেক জটিল। এ বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। শিগগিরই আমাদের গুচ্ছ কমিটির সভা রয়েছে। সেখানে শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে আলোচনা করবো।
অধ্যাপক দিদারুল আলম বলেন, গুচ্ছ কমিটিতে আলোচনা শেষে আমাদের একাডেমিক কাউন্সিলে বিষয়টি তোলা হবে। ভর্তি কমিটি এবং একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়ভিত্তিক কন্ডিশন দেওয়া হবে।
তিনি আরও বলেন, যেহেতু শিক্ষার্থীরা গণিতের উত্তর না করলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না দেওয়ার দাবি জানিয়েছেন সেহেতু আমরা বিষয়টি বিবেচনা করবো। আমরা এমনভাবে সিদ্ধান্ত নেব যেন বিষয়টি মাঝামাঝি থাকে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh