bdengineer.com Blog College চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
College Education School Technical Education University

চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী- ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী- ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত করে আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। এসব লক্ষ্য অর্জনের জন্য আমাদের শিক্ষাক্রমে ব্যাপকভাবে পরিবর্তন নিয়ে এসেছি। আমাদের শিক্ষার্থীরা মুখস্থ করবে না, পরীক্ষার চাপে জর্জরিত হবে না, শিক্ষা হবে আনন্দময়, শিক্ষা হবে করে করে শেখা, সক্রিয় শেখা ও অভিজ্ঞতাভিত্তিক শেখা।’

শনিবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমার শুধু এইটুকু অনুরোধ ও আহ্বান থাকবে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি, বেসরকারি কিংবা সংস্থা পরিচালিত— যাই হোক, সেই প্রতিষ্ঠানকে আইন-কানুনের মধ্যে পরিচালিত হতে হবে। প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে। সেখানে যেনও নিয়মের ব্যত্যয় না ঘটে। তাহলে শিক্ষার যে উদ্দেশ্যে সেটিও সহজভাবে করতে পারবো।’

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আমরা শিক্ষায় আমূল পরিবর্তন আনার চেষ্টা করছি। আমাদের যে কারিকুলাম, সেই কারিকুলামে যদিও ২০১২ সাল থেকে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করা হচ্ছে, তারপরও আমাদের শিক্ষা আনন্দময় ছিল না।’

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আমরা যে অভিষ্ঠ লক্ষ্য ঠিক করেছি— ২০২১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ গড়ে তুলবো। ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিক যে অঙ্গীকার টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জন করবো। ২০৩১ সালের মধ্যে আমাদের ডেমোগ্রাফিক ডিবিডেন্ট অর্জন করার সময়সীমা রয়েছে। এ সময়ের মধ্যেই ডেমোগ্রাফিক ডিবিডেন্ট অর্জন করতে হবে।’

Share করে সবাইকে জানিয়ে দিন।

PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version